Porjotonlipi

ঘুরে আসুন সিলেটের লালাখাল

অপার সৌন্দর্যের ভান্ডার আমাদের এই দেশ আর সিলেটের লালাখাল এদের মধ্যে একটি। এর আনাচে-কানাচে যে কত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা হয়তো আমাদের অনেকেরই চিন্তার বাইরে। তাই পর্যটনলিপির কল্যাণে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এমন এক প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার যা যে কাউকে মুগ্ধ করতে পারে।

নীল জলের আকর্ষণ সিলেটের লালাখাল

Lalakhal

কিভাবে যাবেন সিলেটের লালাখাল:

লালাখাল যেতে সিলেট শহরের সোবহানীঘাট অথবা টিলাগড় থেকে জাফলং এর জন্য বাসে উঠতে হবে এবং নামতে হবে গোয়াইনঘাটের আগে সারিঘাট নামক স্থানে। এক্ষেত্রে ভাড়া ৩৫ টাকা এবং টিলাগর থেকে ২৬ টাকা জনপ্রতি। এখান থেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে যাওয়া যাবে লালাখাল। তবে সবচেয়ে ভালো হয় থেকে ১০ জনের একটা গ্রুপ নিয়ে চলে যাওয়া যায়। সে ক্ষেত্রে বড় একটা নৌকা সহজে ভাড়া নেওয়া যাবে। এক্ষেত্রে একটা নৌকায় ৪০০ থেকে ৪৫০ টাকা দিয়ে ঘুরে  আসতে পারবেন লালাখাল। সময় লাগবে যেতে আসতে লাগবে যথাক্রমে এক-এক দুই ঘণ্টা।

Lalakhal1

প্রাকৃতিক সৌন্দর্য:

বাংলায় নীলনদ খ্যাত সিলেটের এই লালাখাল। এর অপার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মত নয়। মূলত সারিঘাট থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই আপনার চোখে পড়বে দূরে মেঘালয়ের পাহাড় গুলো। যেতে যেতে পথে হয়তো দেখা মিলবে মহিষের পালের সাথে।মহিষের পালের গলা অবধি পানিতে ডুবে সাঁতার কাটার দৃশ্য অন্যরকম অনুভূতি দিবে। সামনে যতোই এগোতে থাকবেন ততই যেন মনমুগ্ধকর প্রকৃতি হাতছানি দিয়ে ডাকবে আপনাকে। এই খালের বৈশিষ্ট্য হলো এর পানি নীল রঙের অথবা আপনি একে  সবুজ বর্ণের বলতে পারেন। একদিকে পাহাড় অন্যদিকে নীল পানি যেন প্রকৃতির অপরূপ লীলভূমি।

অনুরোধ:

যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে প্রকৃতির সান্নিধ্য পেতে চাইলে ঘুরে আসতে পারেন সিলেটের লালাখাল থেকে। এখানে কাটিয়ে আসা দুই এক ঘন্টা আপনাকে দিবে অফুরন্ত প্রশান্তি। তবে অবাঞ্ছিত ময়লা আবর্জনার দ্বারা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা থেকে বিরত থাকুন। 

কন্টেন্ট রাইটারঃ নূর ফাতিহা তাহিয়াত 

 

Porjotonlipi Desk

Add comment