সিকিম ভ্রমণ – এ এবার নতুনভাবে যুক্ত হচ্ছে বিমান পরিষেবা। ইন্ডিগো এয়ারলাইন্স সিকিমের পাকিয়ং থেকে দেশের বিভিন্ন শহরে বিমান পরিষেবা দিতে আগ্রহী৷ তারা দিল্লির বিমানবন্দর কর্তৃপক্ষের (এএআই) সাথে এ নিয়ে আলোচনা করছেন।
আকাশ পথে সিকিম ভ্রমণ
সংস্থার একটি প্রতিনিধিদল এই সপ্তাহে সিকিম সফরের পরিকল্পনা করছে। সূত্র জানায়, পাকিয়ং থেকে দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা এবং মুম্বাই থেকে কলকাতা হয়ে বারাণসী যাওয়ার রুটগুলি অনুসন্ধান করা হচ্ছে। অক্টোবরে শুরু হওয়া পর্যটন মৌসুমে নতুন রুটটি চালু হবে বলে আশা করা হচ্ছে এবং সিকিম ভ্রমণ এর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।
পাকিয়ং বিমানবন্দরের পরিচালক এস কে সিংহ বলেন, “বেশ কয়েকটি রুট বিবেচনা করা হচ্ছে। সংস্থার একজন প্রতিনিধি সিকিমে আসেন। শিগগিরই নতুন রুট ঘোষণা করা হতে পারে। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আরেকটি কোম্পানি বর্তমানে পাকিয়ং থেকে দিল্লি এবং কলকাতা পর্যন্ত ফ্লাইট অফার করছে। কাঠমান্ডু থেকে পাকিয়ং যাওয়ার জন্য নেপালের একটি কোম্পানির সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এএআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই বছরের মধ্যে বাগডোগরা বিমানবন্দরের চেহারা বদলে যাবে। এই অঞ্চলের দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর পাকিয়ং থেকে ফ্লাইট করার সময় বাগডোগরা এই পরিষেবাতে যোগ করা যেতে পারে। কোম্পানির এক কর্মকর্তার মতে, দাম কম রেখে পাকিয়ং এবং বাগডোগরা হয়ে একাধিক রুটে বিমান চলাচল করলে তা লাভজনক হতে পারে।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা অনলাইন
Add comment