ঐতিহাসিক লকমা রাজবাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে অবস্থিত। লকমা চৌধুরীর পরনাতীসহ উত্তরাধিকারী ও স্থায়ী বাসিন্দার সমন্বয়ে বাড়িটিতে বর্তমানে ৪২ জন সদস্য সমিতি করে দেখাশুনা করেন ।
ঐতিহাসিক লকমা রাজবাড়ি
লকমা চৌধুরীর পরনাতীর কাছ থেকে জানা যায়, প্রায় ২০০-৩০০ বছর পূর্বে বাড়িটি নিমার্ণ হয় এবং বর্তমানে এখানে প্রায় ১৫ বিঘা জমি আছে । এই সকল জমিতে বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি ফল ও ফুলের বাগান দেখা যায়। স্থানীয় লোকজনের মতে, দালান দুটির একটি ঘোড়াশাল এবং অপরটি হাতীশাল ছিল ।
তার একটু সামনে মাটির একটি ঢিবি রয়েছে, সেখানে ইউ আকৃতির বহু পুরাতন দ্বিতল ভবনের অবস্থান । ভবনের কিছুটা অংশ মাটির নীচে ডেবে গেছে বলে জনশ্রুতি আছে। লকমা চৌধুরীর বাড়ীর পূর্ব পার্শ্বে কর্মচারীর ঘর ও কবরস্থান রয়েছে। সংস্কারের অভাবে বর্তমানে রাজবাড়ীটি ধ্বংস হতে চলেছে । এখনও প্রতিদিন অনেক লোক স্বচক্ষে রাজবাড়ীঢি দেখার জন্য আসেন। আশা করি আপনিও সময় করে চলে আসবেন।
যেভাবে যেতে পারেন লকমা রাজবাড়ি
লকমা রাজবাড়ি জয়পুরহাট জেলা শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে অবস্থিত। গাবতলী, মহাখালী, শ্যামলী কিংবা কল্যাণপুর থেকে নানা পরিবহন কোম্পানির গাড়ি জয়পুরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও আপনি চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে চর্যা যেতে পারেন। নীলসাগর, একতা ও দ্রুতযান এক্সপ্রেস এ চড়ে আপনি জয়পুরহাট চলে যেতে পারবেন। সেখানে গিয়ে আপনার সুবিধামত বাহনে চড়ে চলে যেতে পারবেন পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এবং সেখানে গেলেই লকমা রাজবাড়ির দর্শন পেয়ে যাবেন।
Add comment