Porjotonlipi

ময়মনসিংহের পাথরের শিব মন্দির

ময়মনসিংহের শিব মন্দির বাংলাদেশের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি স্থান। ময়মনসিংহ মূলত বাংলাদেশের একটি পুরনো জেলা। লোক সংস্কৃতি, লোক উৎসব, লোকগাঁথার দিক দিয়ে ময়মনসিংহ একটি তীর্থস্থান।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী পাথরের শিব মন্দির 

ময়মনসিংহ জেলার মোটামটি সব জায়গাতেই হিন্দু উপাসনালয়ের উপস্থিতি চোখে পরে কারণ ময়মনসিংহ জেলায় সনাতন ধর্মাবলম্বীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। 

শিব মন্দির এর পরিচিতি  

ময়মনসিংহ জেলার পুরনো এলাকায় বেশ কয়েকটি হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি উপাসনালয় রয়েছে। ময়মনসিংহ জেলার এই পাথরের শিব মন্দিরটি বেশ প্রাচীন এবং বর্তমানে এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্বিক নিদর্শন। শিব মন্দিরটি মুক্তাগাছা শহরের আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ক্যাম্পের কাছে অবস্থিত। সম্পূর্ণ মন্দিরটি পাথর কেটে নির্মাণ করা হয়েছে, এর জন্য মন্দিরের নামের আগে “পাথরের” কথাটি উল্লেখ করা হয়। পাথরের তৈরি হলেও মন্দিরের গায়ে রয়েছে দৃষ্টিনন্দন নকশা। 

ঐতিহ্যবাহী এই মন্দির এর  ইতিহাস 

১৭৮৭ সালে ময়মনসিংহ জেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এই জেলায় আরও অনেক আগে থেকেই নবাবদের বিচরণ ছিল। সেই নবাবদেরই একজন মুর্শিদকুলী খান যিনি ১৭২৭ সালে ময়মনসিংহের মুক্তাগাছায় বসবাস শুরু করেন এবং তার জমিদারি প্রথা চালু করেন। পর্যায়ক্রমে সেখানে আরও ১৬জন নবাব তাঁদের জমিদারি বহাল রাখেন এবং একসময়ে সেই এলাকা ষোল হিস্যার জমিদার  নামে পরিচিতি লাভ করে। ‘হিস্যা’ অর্থ অংশ বা ভাগ। উল্লেখিত ১৬জন নবাবদের একজন রাজা জগৎ কিশোর আচার্য , যিনি ছিলেন আটআনী  এলাকার জমিদার। তিনি ভারতের পাটনা’র বিখ্যাত স্থাপত্যশিল্পী ময়েজ উদ্দিন  কে নিয়ে ১৮৬৩ সালে এই শিব মন্দির স্থাপন করেন। 

মন্দিরের বর্তমান অবস্থা 

একসময়ে প্রচুর উপঢৌকন দিয়ে মন্দিরটি নির্মাণ করা হলেও মন্দিরটি এখন সম্পূর্ণ নির্জন এবং ধ্বংসপ্রায়। ইট- সুরকির গাঁথুনিতে লতাপাতার নকশা দিয়ে মোড়ানো দেয়াল এবং দেয়াল গুলোতে দেখা যায় ফাটল। তবে ময়মনসিংহের অন্যান্য পুরনো মন্দির গুলোর তুলনায় এই পাথরের শিব মন্দির এখনও বেশ শক্ত সামর্থ্য অবস্থায় টিকে আছে, এবং বর্তমানে মন্দিরটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ  এর অধীনে সংরক্ষিত অবস্থায় আছে।  

 

ফাতেমা নজরুল স্নেহা

Add comment