Porjotonlipi
Visa Free

ভিসা ছাড়া বিদেশ ভ্রমণ

ভিসা ছাড়া বিদেশ ভ্রমণ, ভাবতেই কেমন অদ্ভুত লাগে! ভ্রমণ মানেই যেন এক ঘেয়ে যাপিত জীবনের ক্লান্তি থেকে একটু মুক্তি! সেই ভ্রমণ যদি হয় স্বপ্নের কোনো দেশে! কিন্তু স্বপ্ন তখনি থেমে যায় যখন মনে পরে ভিসা প্রসেসিং এর কথা! ছুটির তারিখ মেলে তো ভিসা পেতে দেরি হয়ে যায়! আবার ভিসা পেলে আর ছুটি থাকেনা! ভিসা ছাড়াই যদি সুন্দর দেশ গুলোতে যাওয়া যেত? পর্যটনলিপির আজকের আয়োজনে থাকছে ঠিক এই বিষয় নিয়েই।  

ভিসা ছাড়া বিদেশ ভ্রমণ কি সম্ভব?

ভিসা ছাড়াই বিশ্বের অনেক দেশেই ভ্রমণ সম্ভব! ভ্রমণ সংক্রান্ত গবেষণার একটি তথ্য বলে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের চল্লিশটি দেশে ভ্রমণ করতে পারবেন ৯০ দিন পর্যন্ত (সূত্র:দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২২)।

ভিসা ছাড়া কোথায় যাওয়া সম্ভব?

ভিসার আনুষ্ঠানিকতা ও প্রয়োজন ছাড়াই আপনি এশিয়ার ৬টি দেশ, আফ্রিকার ১৬টি, ওশেনিয়ার ৭টি, যুক্তরাষ্ট্রের ১টি, ক্যারিবীয় অঞ্চলের ১০টি দেশ ঘুরে আসতে পারবেন। উল্লেখযোগ্য আন্তর্জাতিক কিছু ভ্রমণস্থান এর একটি তালিকা দেয়া হলো –

  • ভুটান
  • ইন্দোনেশিয়া
  • মালদ্বীপ
  • নেপাল
  • শ্রীলঙ্কা
  • ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস
  • কেপ ভার্দ দ্বীপপুঞ্জ
  • কমোরোস দ্বীপপুঞ্জ
  • কেনিয়া ও বলিভিয়ার বিভিন্ন স্থান

এসব জায়গায় বেড়ানোর জন্য আপনার শুধু পাসপোর্ট থাকলেই চলবে।  

আজকে আমরা দেখবো সংক্ষেপে ভুটান ও নেপালের কিছু দর্শনীয় স্থান এর বিবরণ।  এসব দেশে আপনার যাওয়ার সুযোগ হলে যেন নিম্নোক্ত বিখ্যাত জায়গাগুলো বেরিয়ে আসতে  পারেন।  

ভুটানের দর্শনীয় কিছু স্থান 

  • রিনপুং জং 

ভুটানের পারোতে অবস্থিত রিনপুং জং একটি বৌদ্ধমঠ। শুধু গির্জা নয়, এখানে আছে চিড়িয়াখানা ও মন্দির। যেকোনো পর্যটকের মন ভোরে যাবে এখানে আধ্যাতিক পরিবেশে। 

  • মতিথাং তাকিন সংরক্ষণাগার 

ভুটানের রাজধানী থিম্পুতে রয়েছে মতিথাং তাকিন সংরক্ষণাগার। তাকিন হলো ভুটানের জাতীয় প্রাণী।

  • ফবজিখা উপত্যকা   

এই উপত্যকায় বছরের বেশিরভাগ সময়েই তুষারপাত হয়।  যেকোনো দর্শনার্থীর জন্য যা ভীষণ উপভোগের বিষয় ।

  • পুনাখা জং

এটি ভুটানের দ্বিতীয় বৃহত্তম একটি দুর্গ যা প্রাচীনকালের স্বাক্ষর বহন করে।  একই সাথে ইতিহাস ও সৌন্দর্য দুটি বিষয়েরই সম্মিলন ঘটে এখানে।   

 

নেপালের দর্শনীয় কিছু স্থান 

  • পোখারা 

নেপালের নাম আসতেই প্রথমে যে কয়টি জায়গার নাম মাথায় আসে তার মাঝে একটি হলো পোখারা। বলা হয় এটি সকল সেরা দর্শনীয় স্থানের রাজধানী! পাহাড়, জলরাশি, মেঘমালা কী নেই এখানে! যেকোনো ভ্রমণপ্রিয় মানুষের জন্য এটি একটি স্বর্গরাজ্য!

  • কাঠমান্ডু

নেপালে আগত সকল পর্যটকদের প্রিয় একটি জায়গা হলো নেপালের রাজধানী কাঠমান্ডু।  এখানকার সংস্কৃতি, খাবার, পোশাক ও আবহাওয়া আর সাথে পাহাড়ি সৌন্দর্য যুগে যুগে মানুষকে বিমোহিত করছে।  

  • লুম্বিনী

নেপালের এই সুন্দর শহরটি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত! গৌতম বুদ্ধর জন্মস্থান এই শহরটি পর্যটকদের বিশেষ প্রিয়।  

  • নাগরকোট

হিমালয়ের মনভোলানো সৌন্দর্য উপভোগের জন্যে বিশেষ একটি জায়গা নাগরকোট।  কাঠমান্ডু থেকে অল্প কিছু দূরে পর্যটকদের জন্য আদর্শ একটি স্থান।  

পরিশেষে বলতে পারি, ভিসা ছাড়া ভ্রমণ সম্ভব ও পৃথিবীর সব সুন্দর জায়গাগুলোতেই সম্ভব! ইন্টারনেটের এই যুগে শুধু যাওয়ার আগে বর্তমান অবস্থা, খরচাপাতির হিসাব ও আবহাওয়া পরিস্থিতি দেখে প্রস্তুত হয়ে ঘুরে আসবেন! 

কন্টেন্ট রাইটার – আবু মো: আব্দুল্লাহ

 

Porjotonlipi Desk

Add comment