বিজয় সিংহ দীঘি বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি। এই দীঘি ফেনী শহর থেকে প্রায় ৩ কিঃমিঃ পশ্চিমে বিজয় সিংহ গ্রামে ফেনী সার্কিট হাউজের সামনে অবস্থিত। এই দীঘিটির আয়তন প্রায় ৩৭.৫৭ একর। অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ দিঘীর চৌপাড় খুব উঁচু ও বৃক্ষ শোভিত ।
ফেনীর ঐতিহ্যবাহী দিঘীর মধ্যে দৃষ্টিনন্দন সৌন্দর্যের আধার বিজয় সিংহ দীঘি অন্যতম । এ দিঘী দর্শনের জন্য জেলার এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসে। প্রতিদিন বিকাল বেলা পর্যটকের আনাগোনায় মুখরিত এই স্থানটি মনে হয় যেন উৎসবস্থল।
যারা এক বেলার জন্য প্রকৃতির কাছে যেতে চান কিংবা সময়টা কাটাতে চান শুদ্ধ জল ও বাতাসের সাথে তাদের জন্য এটি একটি আদর্শ স্থান।
Add comment