Porjotonlipi
Natural Beauty of Debotakhum

বান্দরবানের দেবতাখুম এর মায়াবী রূপ

বান্দরবানের দেবতাখুম নামটা তো আমাদের অনেকেরই জানা। খুম অর্থ হলো জলাধার। বান্দরবানে ছড়িয়ে-ছিটিয়ে আছে ছোট-বড় অনেক খুম। 

অপরূপ বান্দরবানের দেবতাখুম

এর মধ্যে সবচেয়ে সুন্দর ও বড় খুম হলো দেবতাখুম। আমাদের আজকের আয়োজন বান্দরবান জেলার রোয়াংছড়িতে অবস্থিত দেবতাখুম নিয়ে। 

দেবতাখুমের গল্প 

বান্দরবান জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরের রোয়াংছড়ি উপজেলার শীলবাঁধা পাড়ায় দেবতাখুমের অবস্থান। খুমের গভীরতা এখানে ৫০ থেকে ৭০ ফিট। 

সৌন্দর্য ও প্রাকৃতিক লীলা 

বিশালাকার পাথরের ঢালের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঝরনা নদীর দৃশ্য যেন এক কল্পনা। দেবতাখুমে যাওয়ার আগেই পড়বে ছোট্ট এক খুম। যার নাম ‘পং সু আং খুম’। এই খুমে সাতার কেটে বা এর সঙ্গে লাগোয়া গাছের শিকড় ধরে ঝুলে ঝুলে যেতে হয় দেবতাখুমে। এর পথ যেমন সুন্দর; তেমনই ভয়ংকর। ভেলা ছাড়া দেবতাখুমে যাওয়ার উপায় নেই। ভেলা নিয়ে যতোই এগিয়ে যাবেন; ততোই জায়গাটা সরু হবে! এমনো জায়গা ভেলা দিয়ে পাড় হবেন যেখানে সূর্যের আলো খুবই কমই ঢুকে। 

জুন থেকে জানুয়ারি মাস পর্যন্ত দেবতাখুমে যাওয়ার উপযুক্ত সময়। বৃষ্টির সময় খুম একদম পানি দিয়ে ভরা থাকে, তাই অনেকদূর পর্যন্ত ভেলা নিয়ে যাওয়া যায়। বর্ষায় খুমের পানি আরও বেড়ে যায়। তখন সেখানে যাওয়া বেশ কষ্টকর। পিচ্ছিল পাথুরে পথে পা ফসকে বড় ধরনের বিপদে পড়ার আশঙ্কাও রয়েছে।

কিভাবে যাবেন 

দেবতাকুম যেতে হলে প্রথমে বান্দরবান যেতে হবে। ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোনো ট্রেনে উঠতে হবে। ঢাকা থেকে এসি/নন এসি সব ধরনের বাসই বান্দরবান যায়।

 

 

তাসনিয়া মাহবুব তৈশী

Add comment