আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি অবস্থিত।
আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়
বাংলাদেশী বিজ্ঞানী ও রসায়নবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ২রা আগস্ট ১৮৬১ সালে এ বাড়িতেই জন্মগ্রহণ করেন।
সংক্ষিপ্ত পরিচিতি
ভারতীয় রসায়ন গবেষণা প্রতিষ্ঠাতা এবং ভারতীয় রাসায়নিক শিল্প প্রতিষ্ঠাতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেটের আবিষ্কারক এবং দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন তিনি। ১৯১২ সালে Companion of the Order of the Indian Empire (সিআইই) পুরস্কার লাভ করেন।
ইতিহাস
জনশ্রুতি অনুযায়ী ১৮৫০ ইং সনে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পিতা হরিশ চন্দ্র রায় রাড়ুলী গ্রামে স্থায়ীভাবে বসবাসের জন্য একটি বসত বাড়ি নির্মাণ করেন। প্রায় ১৭০টি স্তম্ভের উপর বসানো পুরো কমপ্লেক্সটিতে মোট ৪৫টি দরজা ও প্রায় ১৩০টি জানলা রয়েছে। দোতালা মূল ভবনের পাশেই রয়েছে ছোট মন্দির ও একতলা আরও কয়েকটি ভবন। বাড়িটির সামনেই রয়েছে পাথরে অঙ্কিত প্রফুল্ল চন্দ্র রায়ের একটি ছবি।মূল ভবনের ছাদের উপর রয়েছে একটি সিংহমূর্তি। একপাশে রয়েছে একটি পুকুর। মাঝখানে একটি ফাঁকা স্থানকে ঘিরে তৈরি করা হয়েছে পুরো বাড়িটির নকশা।
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পিতা ১৮৫০ ইং সনে গ্রামের বালিকাদের লেখাপড়ার জন্য তার স্ত্রী ভূবন মোহিনীর নামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এটাই খুলনা জেলার সর্ব প্রথম বালিকা বিদ্যালয়।
রক্ষণাবেক্ষণ
পরিত্যক্ত হওয়ার পর বাড়িটি বেশ কয়েকবার দখল হওয়ার পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।
কিভাবে যাবেন
খুলনা থেকে বাসে পাইকগাছা যাবার পথে, রাড়ুলী পাইকগাছা সংযোগ সড়কে নেমে, সেখান থেকে রিক্সা কিংবা অটোরিক্সায় যাওয়া যায়।
Add comment