Porjotonlipi

পর্যটনলিপি আড্ডা – শ্রীমঙ্গল

বন্ধুরা গত ২ অক্টোবর ২০১৫, শুক্রবার শ্রীমঙ্গলের নীলকণ্ঠ চা কেবিনে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের দ্বিতীয় আড্ডা। আমাদের আড্ডার প্রধান অতিথি ছিলেন ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান এম জামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশবাদী সংগঠন বাপা’র জেলা কমিটির সাধারণ সম্পাদক আ স ম খালেদ সোহেল এবং হোটেল গ্র্যান্ড সুলতানের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলাম (ডাল্টন জহির)।

Srimongol-Adda
আড্ডায় শ্রীমঙ্গলে পর্যটন সংক্রান্ত নানা সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে শ্রীমঙ্গলের সব ট্যুর গাইডসহ পর্যটন শিল্পে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

Srimongol-Adda1
আমাদের মুক্ত আড্ডায় এই বিশেষ ব্যক্তিবর্গদের উপস্থিতি এবং স্থানীয় ব্যবসায়ী যারা পর্যটন শিল্পের সাথে জড়িত আরও সাধারন পর্যটকের উপস্থিতিতে আমি যার পর নাই বিমোহিত হয়েছি। যদিও ভাষাটা কাব্যিক টাইপ হয়ে গেছে, আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি মানুষের এত সাবলিলভাবে আড্ডাতে যোগদানের উৎসাহ দেখে। আশা রাখি পরবর্তী আড্ডা যেখানেই দেই না কেন এভাবেই যেন সবাই আমাদের সহযোগিতা করে। পর্যটন শিল্পের উন্নয়ন আমাদের থেকে আর খুব বেশি দূরে নয়।

 

Porjotonlipi Desk

Add comment