গত ৩০ জানুয়ারী চাঁদপুরের বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠিত হল পর্যটনলিপির ‘আড্ডা’। এই ‘আড্ডা’ প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছিল চাঁদপুরের পর্যটন শিল্প সঙ্ক্রান্ত নানাবিধ আলোচনায়। ‘আড্ডা’ র সার্বিক সহযোগিতায় ছিল ‘পরিবেশ সংরক্ষন আন্দোলন’।
‘আড্ডা’ তে চাঁদপুরের সুসমৃদ্ধ তুলে ধরেন ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন। এছাড়া পর্যটন শিল্পের নানা সম্ভাবনাময় দিক তুলে ধরেন ‘পরিবেশ সংরক্ষন আন্দোলন’ এর সভাপতি অধ্যক্ষ মনোহার আলী।
এর পাশাপাশি চাঁদপুরের পর্যটন শিল্পের বিকাশে সকলের পক্ষে নানাবিধ দাবি তুলে ধরেন ‘পরিবেশ সংরক্ষন আন্দোলন’ এর প্রতিষ্ঠাতা আশিক খান। অন্যদিকে পর্যটনলিপি চাঁদপুরের পর্যটন শিল্পের বিকাশে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনলিপির প্রতিষ্ঠাতা দেবান দত্ত, সৈকত পাল, আকরাম সায়ীদ এবং সহ-প্রতিষ্ঠাতা সুমন আহমেদ। আর এই ধরনের কার্যক্রম চাঁদপুর তথা সমগ্র বাংলাদেশের সমগ্র পর্যটন শিল্পের বিকাশে অগ্রনী ভূমিকা পালন করবে বলে পর্যটনলিপি আশাবাদী।
[…] এক মিলনকেন্দ্র এ যেন এক বিশাল আড্ডাখানা। এই জায়গাটির বিশেষত্ব হলো তিন নদীর […]