Porjotonlipi
দার্জিলিং যাওয়ার রাস্তা

দার্জিলিং যাওয়ার রাস্তা NH 110 বন্ধ, সিকিমের রাস্তা বন্ধ! চরম বিপাকে পর্যটকরা

দার্জিলিং যাওয়ার NH 110 রাস্তা বন্ধ। লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গ। পর্যটক সুরক্ষার কথা মাথায় রেখে নতুন সিদ্ধান্ত নিল GTA! পর্যটকদের মধ্যে জনপ্রিয় দার্জিলিং রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে GTA। এবার বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের মানুষ ও দার্জিলিং যাওয়ার পর্যটকরা। শিলিগুড়ি এবং দার্জিলিং সংযোগকারী জাতীয় সড়ক ১১০ সম্পূর্ণ বন্ধ। জাতীয় সড়কে আরেকটি ধসের পরে, জাতীয় সড়ক ১১০ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দার্জিলিং যাওয়ার রাস্তা ও সিকিমের রাস্তা বন্ধ

জানা যায়, গয়াবাড়ি ও মাহান্দির মধ্যে ভূমিধসের ঘটনা ঘটে। অধিকাংশ জাতীয় সড়ক ধসে পড়েছে। মনে হচ্ছে অবিরাম বৃষ্টির কারণে এই ধস হয়েছে। এর মানে হল যে আপনি যদি এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে চান তবে আপনাকে অনেকটা পথ ঘুরে যেতে হবে। যে রুটটি এখন খোলা আছে তা হল ১. শিলিগুড়ি-শিমুলবাড়ি-রোহিনী-কার্শিয়ং-সোনাদা-গাম-দার্জিলিং দার্জিলিং-গাম-সোনাদা-কারশিয়ং-পানহাবাড়ি-দুধিয়া-শিমুলবাড়ি-শিলিগুড়ি ২. অথবা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে আপনাকে ঘুরে যেতে হবে

 

Porjotonlipi Desk

Add comment