Porjotonlipi

দার্জিলিং থেকে সান্দাকফু – ট্র্যাকার্স প্যারাডাইস

দার্জিলিং থেকে সান্দাকফু সত্যিই এক অভুতপূর্ব অভিজ্ঞতা। যারা পাহাড়-পর্বত অথবা সবুজের প্রাকৃতিক ছোঁয়া পেতে পছন্দ করেন, তাঁদের জন্য দার্জিলিং এক স্বর্গের নাম। দার্জিলিং বেড়াতে গেলে সবার আগে যে নাম মাথায় আসে, সেটা হল কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও আছে লোৎসে, মাকালু এবং সান্দাকফু। 

চোখ জুড়ানো দার্জিলিং থেকে সান্দাকফু

পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ সান্দাকফু, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা, হিমালয়, লোৎসে এবং মাকালু এর মত সবচেয়ে বেশি উচ্চতার পাহাড় দেখতে পাওয়া যায়। 

এই সান্দাকফু’র উচ্চতা ৩৬৩৬ মিটার, অর্থাৎ ১১৯৩০ ফুট; যেটি দার্জিলিং এর সিঙ্গালিলা পাহাড়ের সবচেয়ে উঁচু বিন্দু। 

দার্জিলিং সান্দাকফু যাওয়ার উপায় 

সান্দাকফু ট্র্যাকিং কিংবা গাড়ি করে – দুইভাবেই যাওয়া যায়। সান্দাকফু’র যাত্রা শুরু করতে হয় মানেভঞ্জন থেকে, যেটি দার্জিলিং থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে চাইলে সাথে করে গাইড অথবা পোর্টার নিতে পারেন। 

সান্দাকফু ট্র্যাকিঙের সর্বোত্তম সময়

এরকম অনেক পাহাড়প্রেমী আছেন যাদের পাহাড় অনেক পছন্দ, কিন্তু ট্র্যাকিং করতে বেশ ভয় পান। তাঁদের জন্য এই সান্দাকফু বেশ ভাল একটি ট্র্যাক। হেঁটে হেঁটে ট্র্যাক পাড়ি দিলে সান্দাকফু’র পুরোটা সৌন্দর্য উপভোগ করা যায়। 

ঠাণ্ডা আবহাওায় ট্র্যাকিং অনুভূতি নেয়ার জন্য বছরের অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত সান্দাকফু ভ্রমনের সবচেয়ে ভাল সময়, একই সাথে কাঞ্চনজঙ্ঘা ও ঘুরে আসা যায়। আবার যদি কেও তুষারপাতে সান্দাকফু ট্র্যাক করতে চান, তবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভাল সময়। তবে বর্ষার সময় বৃষ্টিপাতের জন্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসব ট্র্যাকিং সাইড বন্ধ থাকে। 

প্রয়োজনীয় কাগজপত্র এবং সরঞ্জামাদি 

সান্দাকফু ভ্রমন করতে হলে গুণতে হবে বেশ বড় রকমের অর্থকড়ি। টুরিস্ট স্পটগুলোতে এন্ট্রি ফি, সাথে ক্যামেরা থাকলে সেটার জন্য আলাদা চার্জ, গাইড নিলে তাঁদের জন্য আলাদা খরচ, যাতায়াত ভাড়া, থাকা – খাওয়া সব মিলিয়ে বেশ ব্যয়বহুল একটি ট্র্যাকিং ট্রিপ হবে। 

সাথে রাখতে হবে পাসপোর্টের যথেষ্ট পরিমাণ ফটোকপি, পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি এর মত প্রয়োজনীয় কাগজ। 

যদি শীতের সময়ে সান্দাকুফ জান, তবে সাথে জ্যাকেট, কানটুপি, হাতমোজা এর মত প্রয়োজনীয় শীতবস্ত্র, দরকারি ইলেকট্রনিক সামগ্রী, সানগ্লাস, যথেষ্ট পরিমাণে পলিথিন / জিপলক ব্যাগ, প্রাথমিক কিছু ঔষধ সাথে রাখতে হবে। 

 

ফাতেমা নজরুল স্নেহা

Add comment