দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট । বাংলাদেশ ও চীন এর মধ্যে ভ্রমণের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। সে কথা মাথায় রেখে আগামী ১৫ জুলাই থেকে ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালু করছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স।
ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট
২ জুলাই, ২০২৪ (মঙ্গলবার) বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানানো হয়। ১ জুলাই রাতে আনুষ্ঠানিকভাবে ঢাকা-বেইজিং রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় চায়না সাউদার্ন এয়ারলাইন্স।
এশিয়ার অন্যতম বৃহৎ এয়ারলাইন্স প্রতিষ্ঠান চায়না সাউদার্ন এয়ারলাইন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের ডাশিন আন্তর্জাতিক বিমানবন্দর রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। প্রাথমিকভাবে প্রতি সপ্তাহের সোমবার ও শনিবারে ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট, যা দেশ দুটির মানুষের মধ্যে সংযোগ ও বন্ধুত্ব মজবুতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই রুটটি উভয় দেশের মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধিতে সহায়ক হবে।
চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক জি কাংজিয়া উল্লেখ করেছেন যে, প্রতিষ্ঠানটি এশিয়ার বৃহত্তম এয়ারলাইন হিসাবে প্রতিদিন ৩ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করে এবং ২০০টিরও বেশি গন্তব্যে যাত্রীদের সংযুক্ত করছে। গত বছর ঢাকা থেকে বেইজিং রুটে ১ লাখ ২০ হাজারেরও বেশি যাত্রী পরিবহন করা হয়েছে।
নতুন ফ্লাইটটিতে মোট ১৯৯ টি আসন নির্ধারিত আছে, যার মধ্যে ১২টি বিজনেস ক্লাস এবং ১৮৭টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে। এই উদ্যোগ দুই দেশের মানুষ, সংস্কৃতি এবং অর্থনীতির সঙ্গে সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
[…] চারটি রুট লাভজনক হচ্ছে। আর বাকি ছয়টি রুটে পরিচালন খাত […]