Porjotonlipi

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া

আজ আমরা জাতির পিতার সমাধিসৌধ নিয়ে যাবো আপনাদের। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্ম স্মৃতি বিজড়িত গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি উপজেলা টুংগীপাড়া। এ উপজেলার পূর্বে কোটালীপাড়া উপজেলা, পশ্চিম ও উত্তরে গোপালগঞ্জ সদর এবং দক্ষিনে চিতলমারী ও বাগেরহাট উপজেলা অবস্থিত।

টুংগীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ

Gopalganj_Tungipara1

টুঙ্গিপাড়ার এই সমাধী সৌধে শায়িত আছেন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  প্রধান গেট হতে প্রবেশ করে সোজা পশ্চিম পার্শ্বে রয়েছে সমাধিসৌধ। এখানে গিয়ে আপনি শ্রদ্ধা নিবেদন করতে পারেন জাতির পিতার বিদেহী আত্মার প্রতি।  প্রধান গেটের বাম পাশেই আছে সমাধিসৌধ ক্যানটিন। ডান পার্শ্বে রয়েছে বেশ কয়েকটি দোকান।

Gopalganj_Tungipara3

যা দেখতে পাবেন সমাধিসৌধে

একটু এগিয়েই ডানদিকে লাইব্রেরী ও বঙ্গবন্ধুর উপর দুর্লভ ছবি ও ডকুমেন্ট নিয়ে গড়া মিউজিয়াম, পাশেই আছে থিয়েটার সেন্টার।  এর ঠিক বিপরীত অংশে রয়েছে সমাধিসৌধ মসজিদ।  মসজিদের সামনেই রয়েছে বড় একটি পুকুর, পুকুরের চারিপাশে ছায়াঘেরা পরিবেশে বসে বিশ্রাম নেয়ার জন্য রয়েছে বেঞ্চ।  সমাধিসৌধ থেকে একটু সামনে আগালে পশ্চিম পার্শ্বেই রয়েছে আকর্ষণীয় ঝর্ণা ।

Gopalganj_Tungipara2

এছাড়াও রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শৈশবের স্মৃতি ঘেরা পৈত্রিক বাড়ী।  তবে বাড়ীটি এখন সংস্কার করে দ্বিতল ভবনে রূপান্তর করা হয়েছে।  এছাড়া সমাধিসৌধ কমপ্লেক্সের অভ্যন্তরে রয়েছে কৃত্রিমভাবে সৃস্ট ছোট ছোট টিলা পাহাড় ও বাহারী রংয়ের ফুলের বাগান।  যারা এখনো আসেননি তারা চাইলেই ঘুরে যেতে পারেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনোমুগ্ধকর সমাধিসৌধ কমপ্লেক্সে।

 

Porjotonlipi Desk

3 comments