Porjotonlipi

অপরূপ গুঠিয়া মসজিদ

আজ পর্যটনলিপি আপনাদের সামনে তুলে ধরেছে বাংলার ঐতিহ্যমন্ডিত বরিশাল জেলার গুঠিয়া মসজিদ বা বায়তুল আমান জামে মসজিদ। র্যটনলিপি বরাবরই বাংলাদেশকে একটু ভিন্ন রূপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে, আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লাগছে। 

বরিশাল জেলার গুঠিয়া মসজিদ

Guthia-Mosque1

গুঠিয়া মসজিদ এর পটভূমি 

বরিশালের বিখ্যাত এবং অপার সৌন্দর্যের নিদর্শন ‘বায়তুল আমান জামে মসজিদ’, যা অনেকের কাছে ‘গুঠিয়া মসজিদ’ নামেও পরিচিত। এটি বরিশাল শহরের অদূরে গুঠিয়া নামক স্থানে অবস্থিত। এটির নির্মাণ ব্যয় বহন করেন চাংগুরিয়া গ্রামের ব্যবসায়ী এস সরফুদ্দিন আহমেদ।

স্থাপত্য ও নকশা

মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয় ১৬ ডিসেম্বর, ২০০৩ এবং এটি তৈরীতে খরচ হয় ২০ কোটি টাকা। মসজিদটির স্থাপত্য শৈলী ইসলামিক ধাঁচের। মসজিদের মিনারটির উচ্চতা প্রায় ১৯৩ ফুট এবং তৈরীর উপাদান মার্বেল পাথর। মসজিদের নির্মাণে ইউরোপ, এশিয়া ও মধ্যেপ্রাচ্যের বিখ্যাত মসজিদের ছাপ পাওয়া যায়।

 

Guthia-Mosque2

চিত্রকথা 

অসাধারণ সুন্দর এই মসজিদটি ১৪ একর জায়গার উপর নির্মিত। বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সের নকশা এশিয়া, ইউরোপ এবং মধ্য প্রাচ্যের অনেক বিখ্যাত মসজিদ থেকে নেয়া হয়েছে। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর। পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত। এই গুঠিয়া মসজিদ নির্মাণের সময় অনেক ব্যয়বহুল মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এই মসজিদ কমপ্লেক্সে একটি সুবিশাল ঈদগাহ, একটি কবরস্থান, তিনটি লেক, একটি মাদ্রাসা এবং একটি এতিমখানাও রয়েছে।

কিভাবে যাবেন গুঠিয়া মসজিদ  

ঢাকা থেকে বরিশাল সড়কপথে  আপনি ৬ থেকে ৮ ঘণ্টায় পৌঁছে যাবেন। প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গাবতলি বাস টার্মিনাল থেকে বেশকিছু বাস পেয়ে যাবেন। বেশিরভাগ বাস পাটুরিয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায় আবার কিছু কিছু বাস মাওয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায়। ঢাকা থেকে আগত বাসগুলো বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে থেমে থাকে।

নৌপথে যাতায়াত

ঢাকা থেকে বরিশাল যাওয়ার আরেকটি উপায় হল নৌপথ অথবা লঞ্চ। রাত ৮টা থেকে ৯টার মধ্যে সদর ঘাট থেকে ছাড়ে ঢাকা থেকে বরিশাল এর লঞ্চগুলো। এর মধ্যে সুন্দরবন ৭/৮, সুরভী ৮, পারাবত ১১ লঞ্চ গুলো ভাল। লঞ্চ গুলো বরিশাল পৌঁছায় ভোর ৫টার দিকে। ডেক ভাড়া ১৫০ টাকা, ডাবল কেবিন ১৬০০, ভিআইপি ৪৫০০।

রাত্রি যাপন

বরিশালে থাকার জন্য বেশকিছু হোটেল আছে এবং আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এবং খরচের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবেন। হোটেল গুলোর মধ্যে হোটেল প্যারাডাইজ টু ইন্টারন্যাশনাল, হোটেল গ্র্যান্ড প্লাজা, হোটেল এথেনা ইন্টারন্যাশনাল ইত্যাদি

খাবার

বরিশালের রান্না দেশব্যাপী বেশ খ্যাত এবং সামুদ্রিক মাছের জন্যও বেশ খ্যাত। এছাড়াও এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেখানে দেশি বিদেশি খাবার পেয়ে যাবেন।

কন্টেন্ট রাইটারঃ তাসনিয়া মাহবুব তৈশী

 

Porjotonlipi Desk

3 comments