প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই ‘ মুঘল ঈদগাহ্ ’, যা অনেকের কাছেই ‘ধানমন্ডি ঈদগাহ্’ নামে পরিচিত। ধানমন্ডির পুরোনো ১৫ এবং নতুন ৬/এ সড়কে অর্থাৎ সাতমসজিদ রোড এলাকায় প্রাচীরে বেষ্টিত মাঠটি মুঘল ঈদগাহ্।
মুঘল ঈদগাহ্ অথবা ধানমন্ডি ঈদগাহ্
ঈদগাহ্ এর বৈশিষ্ট্য
এই ঈদগাহ্টি ধানমন্ডি ঈদগাহ্ নামে বহুল পরিচিত। এই ঈদগাহ্ প্রায় ৪০০ বছর আগে শাহ্ সুজার আমলে তাঁর দেওয়ান মীর আবুল কাসিম কর্তৃক নির্মিত। এই তথ্যটি ঈদগাহের কেন্দ্রীয় মেহরাবের শিলালিপি থেকে জানা যায়। প্রায় আড়াইশ ফুট দৈর্ঘ্য এবং দেড়শ ফুট প্রস্থে চুন-সুরকির প্রাচীর বেষ্টিত থাকলেও বর্তমানে কেবলমাত্র পশ্চিম দিকের মূল উঁচু দেয়ালটি দন্ডায়মান।
এই ঈদগাহটি ১৬৪০ সালে নির্মাণের পর থেকে ঈদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিখ্যাত স্থপতি আবু সৈয়দ এম, আহমেদ লিখেছেন যে, মোঘল আমলে নির্মিত এই ঈদগাহের মতো স্থাপত্যকলার নিদর্শন আর একটিও নেই। এই ঈদগাহটি পর্যটকগণের জন্য একটি আকর্ষনীয় স্থান।
আরো পড়ুন– ইলিশের বাড়ি চাঁদপুর
Add comment