নাটোরের চলন বিল শুধু নাটোর নয় বাংলাদেশের একটি অন্যতম আকর্ষণ। চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল ।
নাটোরের চলন বিল এর সৌন্দর্য্য
আকৃতি ও বিশালতা
জলায়শটি ২৪.৩৫০হতে ২৪.৭০০উত্তর এবং ৮৯.১০০হতে ৮৯.৩৫০পূর্ব অক্ষাংশে অবস্থিত যা নাটোর জেলার সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা,নওগাঁ জেলার আত্রাই উপজেলা, পাবনার ভাঙ্গুরা ও চাটমোহর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার তারাস, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলা জুড়ে অবস্থিত। চলন বিলের আকার বর্ষাকালে ৩৫০ বর্গ কিলোমিটারেরঅধিক এবংশুকনো মৌসুমে প্রায় ৯০ কিলোমিটার এবং এই জলাশয়টি দেশের মৎস্য উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । চলন বিল গঠনকারী ছোট ছোট বিলগুলি পশ্চিম থেকে পূর্বে যথাক্রমে:
পূর্ব মধ্যনগর, পিপরুল, ডাঙাপাড়া, লারোর, তাজপুর, চলন, ব্রিয়াশো, চোনমোহন, শাতাইল, গজনা, বড়বিল, সোনাপাতিলা, ঘুঘুদহ, কুরলিয়া, চিরল
ইতিহাসে চলন বিল এর ভূমিকা
১৯৫২ এর ভাষা আন্দোলন, ৬২ এর সাম্প্রদায়িক শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন , ৬৬ এর ছয় দফার সমর্থনে আন্দোলন, ৬৯ এর গণঅভ্যূত্থান এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে নাটোরবাসির অবদান দেশের অপরাপর জেলাগুলোর চেয়ে কম নয় । সে কারণে নাটোর ঐতিহাসিকভাবে শুধু ভারতবর্ষের ইতিহাসেই নয়, সভ্য দুনিয়ার সকল দেশে তার স্বতন্ত্র্য পরিচিতি আছে ।
ভারতবর্ষের ইতিহাসে নাটোর একটি বিশিষ্ট স্থানের নাম । এই নাম তার শাসকশ্রেণী এবং তার অধিবাসীদের জীবনসংগ্রাম আর সংস্কৃতির কারণেই ইতিহাস বিখ্যাত । পাঠান-মোঘল-ইংরেজ এমনকি পাকিস্তানি দুঃশাসনের ইতিহাসে যুগে যুগে শোষণ বঞ্চণা আর নির্যাতনের বিরুদ্ধে আত্ম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে উল্লেখযোগ্য হয়ে আছে । আর নাটোরের কাঁচাগোল্লার কথা মনে আছে তো? নাটোর এসে কিন্তু কাঁচাগোল্লা খাওয়ার কথা একদম ভুলা যাবেনা। তাহলে চলে আসুন বনলতা সেনের ‘নাটোর’ দেখতে।
কিভাবে যাবেন নাটোরের চলন বিল
আপনারা নাটোর শহর থেকে সরাসরি রিক্সা বা সিএনজি যোগে সেখানে চলে যেতে পারবেন।
Add comment