“বহু দিন ধরে, বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে
দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিসের উপরে, একটি শিশির বিন্দু।”
রবি ঠাকুরের কথাটি এই জন্যই বললাম, সংসদ ভবন দেখেনি এই রকম মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। কিন্তু সংসদ ভবনে গিয়ে ‘অচিন বৃক্ষ’ দেখেছেন এই রকম মানুষ কতজন আছেন? আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক ‘অচিন বৃক্ষ’ র গল্প, যা কিনা সংসদ ভবনের সম্মুখভাগে অবস্থিত।
এটি একটি দুষ্প্রাপ্য বৃক্ষ। এই বৃক্ষ প্রায় এক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে। এই চারাটি কুড়িগ্রাম থেকে সংগ্রহ করা হয়েছে। এরপর ২০০৮ সালের ১০ আগস্ট তৎকালীন সংসদ সদস্য মাঈদুল ইসলাম এই গাছটি রোপণ করেন। আশা করছি এই পোষ্টটি পড়ার পর আপনারাও এই গাছের সাথে একটি সেলফি তুলে ফেইসবুক ওয়ালে পোস্ট করবেন।
[…] সবচেয়ে সুন্দর এবং প্রাচীন নৈপুণ্য দিয়ে ভরা একটি ভবন হলো এই জাতীয় সংসদ […]