Porjotonlipi

‘স্বাধীনতা জাদুঘর’

আজ পর্যটনলিপি আপনাদের সামনে তুলে ধরবে ‘স্বাধীনতা জাদুঘর’। এই ‘স্বাধীনতা জাদুঘর’ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় দ্বারা পরিচালিত। এর অপরূপ নির্মাণশৈলী সত্যিই মনোমুগ্ধকর।

Shadhinota-Museum

এই জাদুঘরে গিয়ে আপনি জেনে আসতে পারেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগ বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ তথা বিদেশী পর্যটক আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এখন সবচেয়ে লক্ষণীয় বিষয় হল এর যথাযথ রক্ষণাবেক্ষণ।

Shadhinota-Museum2

নতুবা এর সৌন্দর্য ধীরে ধীরে বিলীন হতে শুরু করবে। আশা করছি, যথাযথ কর্তৃপক্ষ এই ‘স্বাধীনতা জাদুঘর’ এর পর্যাপ্ত রক্ষণাবেক্ষনের ব্যবস্থা গ্রহন করবে। তবে আমাদেরও সচেতন হতে হবে এই জাতীয় সম্পদ রক্ষার্থে।

Shadhinota-Museum1

কেননা এই ‘স্বাধীনতা জাদুঘর’ আমাদের সকলের। এই ‘স্বাধীনতা জাদুঘর’ বাঙ্গালী জাতির গৌরব, মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বহন করছে।

 

Porjotonlipi Desk

2 comments